ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২৪

বরগুনা প্রতিনিধি:

বরগুনায় কুয়াকাটাগামী সুরভী পরিবহনের একটি বাস ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গিয়ে পড়েছে। এতে রিমা আক্তার (৪১) নামে এক নারী মারা গেছেন। এ ঘটনায় শিশুসহ আরও পাঁচজন আহত হয়েছেন।

রোববার (১৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বরগুনার আমতলী উপজেলার ঘটখালী ইউনিয়নের কালীবাড়ি নামক এলাকার ঢাকা-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আমতলী উপজেলার দায়িত্বে থাকা বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ওয়ার হাইজ পরিদর্শক মো. হানিফ দুর্ঘটনার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন।

দুর্ঘটনাটায় আহতরা হলেন—আকলিমা (৪৭), সানজিদা সুলতানা (২২), মালিহা রশীদ (৬) রাজু (৩৫) রায়হান রশীদ (২)।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে ঢাকা থেকে যাত্রী নিয়ে সুরভী পরিবহনের একটি বাস কুয়াকাটার উদ্দেশে ছেড়ে আসে। পরে আমতলী উপজেলার ঘটখালী ইউনিয়নের কালীবাড়ি নামক এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার কবলে পড়ে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি খাদে পড়ে যায়। এতে বাসটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই রিমা আক্তার নামে এক নারী নিহত হয়। এ ছাড়া বাসে থাকা শিশুসহ আরও পাঁচজন বাসযাত্রী আহত হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। পরে কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসা জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আমতলীর দায়িত্বে থাকা ওয়ার হাইজ পরিদর্শক মো. হানিফ ঢাকা পোস্টকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার কারণে সুরভী পরিবহন নামের ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।