ঘরের মাঠে হোঁচট বার্সার, শিরোপার দৌড়ে ধাক্কা

প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৫

ক্রীড়া ডেস্ক:

 

ভ্যালেন্সিয়ার কাছে রিয়াল মাদ্রিদের হারের পর বার্সেলোনার সামনে সুযোগ ছিল পয়েন্ট ব্যবধান আরও বাড়িয়ে নেওয়ার। তবে সেই সুযোগটা কাজে লাগাতে পারল না কাতালানরা। ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে রিয়াল বেটিসের বিপক্ষে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করেছে জাভির শিষ্যরা। এতে শিরোপার লড়াইয়ে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট হারাল বার্সা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে স্বাগতিকরা। মাত্র সাত মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। ফেরান তোরেসের পাস থেকে নিখুঁত শটে জালের দেখা পান তরুণ মিডফিল্ডার গাভি। কিন্তু লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। দশ মিনিটের ব্যবধানে সমতায় ফেরে রিয়াল বেটিস। লো সেলসোর পাস থেকে গোল করেন নাটান।

প্রথমার্ধে উভয় দল বেশ কিছু সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি কেউ। দ্বিতীয়ার্ধে বার্সেলোনা দারুণ চাপ সৃষ্টি করে, তবে বেটিস গোলরক্ষক আদ্রিয়ানের দৃঢ়তায় হতাশ হতে হয় ইয়ামাল ও লেভানডস্কিদের। ম্যাচের একেবারে শেষদিকে সহজ এক সুযোগ নষ্ট করেন রবার্ট লেভানডস্কি, যার ফলে জয় বঞ্চিত থেকেই মাঠ ছাড়ে বার্সা।

এই ড্রয়ের ফলে ৩০ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট এখন ৬৭। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে ৫৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ।