ঘাসের বস্তা ধরতে গিয়ে নদীতে তলিয়ে গেলেন তরুণ

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২৪

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ছোট যমুনা নদীর পানিতে ভেসে যাওয়া ঘাসের বস্তা ধরতে লাফ দিয়ে স্বাধীন হোসেন (১৯) নামে এক তরুণ তলিয়ে গেছেন। রোববার (২০ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার নুনিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্বাধীন হোসেন পশ্চিম রামভদ্রপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

পাঁচবিবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) কাওসার আলী বিষয়টি  নিশ্চিত করেছেন। তিনি বলেন, নদীতে পানির স্রোত রয়েছে। আর ওই তরুণ সাঁতার জানতো না। তাকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের টিম কাজ করছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্বাধীন ছোট যমুনার পাশে ঘাস কেটে পানিতে ধুয়ে নেওয়ার জন্য নদীতে নামেন। এ সময় পানির স্রোতে ঘাসের বস্তা ভেসে যেতে থাকে। তখন স্বাধীন লাফ দিয়ে ঘাসের বস্তা ধরার চেষ্টা করেন। কিন্তু সেটি ধরতে পারেন না এবং পানিতে তলিয়ে যান। খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে গিয়ে উদ্ধারে নামেন।