প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফলের ঝুড়ি নিয়ে আসার বিষয়ে যা বললেন আমান!
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান লিকুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ শনিবার দুপুরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আমানকে দেখতে যান।
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেছেন, গাবতলীতে অবস্থান কর্মসূচিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘুমের মধ্যে কে বা কারা এসে ফলের ঝুড়ি দিয়ে একটি নাটক সাজিয়েছে।
তার অতীতের আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাস এবং বর্তমানে একদফার আন্দোলনে রাজপথে ভূমিকার প্রতি বিশেষভাবে ছুরিকাঘাত করার জন্য এই নাটক সাজানো হয়েছে বলে দাবি করেন তিনি।
শনিবার (২৯ জুলাই) বিকেল ৫টার দিকে ফেসবুকে বিএনপির মিডিয়া সেলের পেজে পোস্ট করা এক ভিডিওতে এসব কথা বলেন আমান।
ভিডিওতে আমান উল্লাহ আমান বলেন, এক দফা দাবি আদায়ের লক্ষ্যে শনিবার বিএনপির অবস্থান কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে অংশগ্রহণ করতে গিয়ে গাবতলীতে পুলিশের আক্রমণে মারাত্মক আহত হই। আহতাবস্থায় আমাকে টেনেহিঁচড়ে মাটিতে ফেলে আঘাত করা হয়। একপর্যায়ে আমাকে টেনেহিঁচড়ে গাড়িতে তুলে আহতাবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে আমি যখন আহতাবস্থায় চিকিৎসাধীন ছিলাম, তখন ওষুধ খাইয়ে আমাকে ঘুমিয়ে রাখা হয়েছিল। ঘুমের মধ্যে কে বা কারা এসে আমাকে ফলের ঝুড়ি দিয়ে একটি নাটক সাজিয়েছে।
তিনি দাবি করে বলেন, আজকে একদফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত, এই সরকার পদত্যাগ না করা পর্যন্ত, নির্দলীয়-নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত, সংসদ না ভাঙ্গা পর্যন্ত এই আন্দোলন চলবে। আমি এই আন্দোলনে আছি, মৃত্যুর আগ পর্যন্ত আন্দোলনে থাকব।
দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, আপনারা কোনো চক্রান্ত-ষড়যন্ত্র-গুজবে কান দিবেন না। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্নেহধন্য সৈনিক। আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ঘোষণা মতো রাজপথে ফয়সালা হওয়ার জন্য জিয়াউর রহমানের সৈনিক হিসেবে কাজ করে যাচ্ছি, ইনশাআল্লাহ কাজ করে যাব। রাজপথে ফয়সালা না হওয়া পর্যন্ত, একদফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে আছি এবং রাজপথে থাকব ইনশাল্লাহ।