ঘূর্ণিঝড় ‘ডানা’র প্রভাবে সাতক্ষীরায় সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৪

সাতক্ষীরা প্রতিনিধি:

ঘূর্ণিঝড় ‘ডানা’র প্রভাবে সাতক্ষীরায় আজ বুধবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। আকাশ মেঘে ভরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চারদকে অন্ধকার হয়ে আসছে।

সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকর আলী বলেন, ঘূর্ণিঝড় ‘ডানা’র প্রভাবে সাতক্ষীরায় ভারী বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। নদীর পানি কিছুটা বৃদ্ধি পাবে। তবে ভয়ের তেমন কারণ নেই। এই ঝড়ের গতিপথ ভারতের দিকেই এগুচ্ছে।
তিনি বলেন, ‘ঝড়ের তেমন প্রভাব সাতক্ষীরা অঞ্চলে ফেলবে না বলে মনে হচ্ছে। আর একটু বেলা বাড়লে বোঝা যাবে ঝড় কোন দিকে আঘাত হানবে।’ তবে সবাইকে সতর্ক থাকার কথা বলেন এই আবহাওয়া কর্মকর্তা।