ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে রাস্তায় উপড়ে পড়া অর্ধশতাধিক জায়গার গাছ সরালো ফায়ার সার্ভিস

প্রকাশিত: ২:৩৩ পূর্বাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৩

এসএম দেলোয়ার হোসেন:
ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে রাস্তার ওপর উপড়ে পড়ে থাকা ৫১ স্থানে গাছ অপসারণ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। শুক্রবার (১৭ নভেম্বর) রাতে নিউজ পোস্টকে এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার।

তিনি জানান, ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে শুক্রবার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত দুর্যোগপ্রবণ এলাকার ৫১টি স্থানে রাস্তার ওপর গাছ উপড়ে পড়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় সড়কের যানবাহন চলাচল। এতে সড়ক যোগাযোগ ব্যবস্থায় চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষেরা।

মো. শাহজাহান শিকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলের গাছ অপসারণ করে যোগাযোগ ব্যবস্থা সচল করেছে সংশ্লিষ্ট এলাকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। এরমধ্যে ঢাকা বিভাগের বিভিন্ন স্থানে ৪টি, চট্টগ্রাম বিভাগে ২৬টি ও বরিশাল বিভাগের ২১টি স্থানে গাছ পড়ার ঘটনা ঘটে।

স্থানীয় ফায়ার স্টেশনগুলো গাছ অপসারণ করে রাস্তায় যান চলাচলের উপযোগী করে তুলেছে। তবে এসব ঘটনায় হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি বলে জানান  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের শীর্ষ এই কর্মকর্তা।