ঘূর্ণিঝড় ‘মিধিলি’ মোকাবেলায় সাতক্ষীরায় প্রস্তুতি সভা

প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৩

সাতক্ষীরা প্রতিনিধি:

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিধিলি’ মোকাবেলায় সাতক্ষীরায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দুর্যোগ প্রস্তুতি সভায় এ কথা জানান জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির।

জেলা প্রশাসক জানান, যেকোনো দুর্যোগে সাতক্ষীরার উপকূলীয় এলাকা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এবার সেখানে পাঁচ ফুট পানি বৃদ্ধির আশঙ্কা রয়েছে।

এ জন্য সেখানে ২৭০টি সাইক্লোন শেল্টার প্রস্তুত করা হয়েছে। ৩৫০ মেট্রিক টন শুকনা খাবারের মজুদ আছে। স্বেচ্ছাসেবকরা প্রস্তুত আছেন।
জেলা প্রশাসক মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনাসভায় উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ড-১-এর নির্বাহী প্রকৌশলী মো. সালাউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক শোক মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খানসহ অন্যরা।