চকরিয়ায় বৈদ্যুতিক ফাঁদে আবারও হাতির মৃত্যু

প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

কক্সবাজার প্রতিনিধি:

 

কক্সবাজারের চকরিয়ায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে আবারও একটি হাতির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঘুনিয়া এলাকায় পাহাড়ের পাশের তামাক ক্ষেত থেকে এটি উদ্ধার করে বন বিভাগ।

স্থানীয় কয়েক বাসিন্দা জানান, চকরিয়ার বিস্তীর্ণ এলাকাজুড়ে তামাক ক্ষেত। পাহাড়ি এলাকায় বন্যহাতির আক্রমণ থেকে ক্ষেত রক্ষায় বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার করেন কৃষকরা। এ ধরনের ফাঁদে পড়ে হাতিটির মৃত্যু হয়েছে।

কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের কর্মকর্তা মেহরাজ উদ্দিন বলেন, বৈদ্যুতিক ফাঁদে হাতিটির মৃত্যু হয়েছে বলে অনেকে জানিয়েছেন। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব নয়। পুরুষ হাতিটির বয়স ৪০ থেকে ৪২ বছর। তার শরীরে বাহ্যিক কোনো অসুস্থতা চোখে পড়েনি।

গত ৭ জানুয়ারি কক্সবাজারের সীমান্তবর্তী লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারীর বিচাইন্নারছড়া এলাকায় তামাক ক্ষেতের বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে একটি অন্তঃসত্ত্বা হাতির মৃত্যু হয়।

এর পর ফাঁসিয়াখালীর বিভিন্ন এলাকায় স্থানীয় কৃষকদের নিয়ে চকরিয়া উপজেলা প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে কয়েকটি সচেতনতামূলক সভা করে। ফাঁসিয়াখালী বন রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিনের নেতৃত্বে ঘুনিয়া এলাকার কয়েকটি তামাক ক্ষেত থেকে অপসারণ করা হয় ফাঁদ। কিন্তু এক মাসের ব্যবধানে আবারও হাতির মৃত্যু হলো।