বিনোদন ডেস্ক:
চঞ্চল চৌধুরী। মঞ্চ, টেলিভিশন, বড় পর্দা কিংবা ওটিটি প্ল্যাটফর্ম সব মাধ্যমেই দিয়েছেন নিজের অভিনয় দক্ষতার প্রমাণ। শুধু তাই নয়, নিজ কণ্ঠে গান তুলেও মুগ্ধ করেছেন শ্রোতাদের। আজ এই গুণীর জন্মদিন। এ দিনে তার সহকর্মীরা তাকে শুভেচ্ছায় সিক্ত করেছেন।
নির্মাতা-অভিনেতা সালাউদ্দিন লাভলু লিখেছেন, সুন্দর সময় পুরোনো হয় না। প্রিয় মানুষ, সবার প্রিয় শিল্পী, আমার একটু বেশি প্রিয়। শুভ কামনা, শুভ জন্মদিন। সার্থক এই জনম তোমার।
অভিনেত্রী তানভীন সুইটি লিখেছেন, শুভ জন্মদিন। আমরা তোকে নিয়ে সন্মান বোধ করি। অনেক সুন্দর কাটুক তোর জীবন।
অভিনেতা আহসান হাবিব নাসিম লিখেছেন, হ্যাপি বার্থ ডে দ্য চঞ্চল চৌধুরী। তোমার আভা ছড়িয়ে পড়ুক বিশ্বময়।
অভিনেত্রী দীপা খন্দকার লিখেছেন, হ্যাপি বার্থ ডে ভাই। কিপ রকিং উইথ বিউটিফুল স্মাইল।
অভিনেতা এফ এস নাঈম লিখেছেন, চঞ্চল চৌধুরী ভাইয়া শুভ জন্মদিন।
অভিনেত্রী সুষমা সরকার লিখেছেন, শুভ জন্মদিন। আপনার এমন হাসি থাকুক অমলিন। শুভ কামনা নিরন্তর।
অভিনেত্রী মৌসুমী হামিদ লিখেছেন, হ্যাপি বার্থ ডে চঞ্চল চৌধুরী। ইউ আর এ মিরাকল হিউম্যান বিয়িং। কিপ রকিং দাদা। ভালোবাসা।
অভিনেতা-নির্মাতা রওনক রিপন লিখেছেন, সাকিন সারি সুরির জাপান ডাক্তার, ভবের হাটের ফিজা,দেবী’র মিছির আলী, মনের মানুষের কালুয়া, মনপুরার সোনাই, কারাগারের মিস্ট্রিম্যান, হাওয়ায় চাঁন মাঝি আরও অসংখ্য গল্পে দারুণ সব চরিত্রে আপনি আপনাকে চিনিয়েছেন জানান দিয়েছেন আপনি কি, আপনি কে! কারাগার ওয়েব সিরিজে কাজ করতে গিয়ে আপনার ডেডিকেশন দেখে আমার ভেতরের অযথা ইগোটা দমন করতে শিখে গেছি, একদম সত্যি বলছি দাদা । আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে আপনার নাম ছড়িয়ে গেছে এটা শুধু আপনার একার প্রাপ্তি না। এটা আমাদেরও প্রাপ্তি! আমরাও খুব গর্ব করে বলি আমাদের একজন চঞ্চল চৌধুরী আছে…!! তাকদির, আয়নাবাজি, কালপুরুষের মতো আরও প্রচুর চরিত্র নিয়ে আপনার খেলা চলুক…। শুভ মঙ্গলময় জন্মদিন চঞ্চল চৌধুরী দাদা..।
অভিনেতা শিপন মিত্র লিখেছেন, চঞ্চল চৌধুরী দাদা শুভ জন্মদিন।
অভিনেত্রী শানারেই দেবী শানু লিখেছেন, শুভ জন্ম ভীষণ প্রিয় চঞ্চল দা। অভিনয়ের জাদুকর চঞ্চল চৌধুরী। এমনই প্রিয় অভিনেতা, প্রিয় শিল্পী, প্রিয় মানুষ হয়ে সবার অন্তরে ভালোবাসায় ঠাঁই করে নিন যুগ-যুগান্তর। শুভকামনা ও ভালোবাসা নিরন্তর।