চট্টগ্রামে অর্ধশতাধিক চোরাই মোবাইলসহ গ্রেফতার ৪

প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৩

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে চোরাই মোবাইল ফোন বেচাকেনার সময় ৪ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন আমিন কলোনিস্থ আমিন টেক্সটাইল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬২টি চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতাররা হলেন- বরিশাল জেলার কোতোয়ালি থানাধীন কাশিপুর গ্রামের মো. আলমগীরের ছেলে মো. শামীম (২৮), তার ভাই মো. সুমন (২৫), নোয়াখালী জেলার সুধারাম থানাধীন লামসি গ্রামের মো. আবুল বশরের ছেলে বেলাল হোসেন (৩২) এবং বায়েজিদ আমিন কলোনির মৃত মো. মাহফুজুর রহমানের ছেলে মো. জসিম (৪৮)। তারা বায়েজিদ এলাকার বিভিন্ন ভাড়া বাসায় বসবাস করে থাকেন। আজ রোববার দুপুরের দিকে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।


বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) সনজয় কুমার সিনহা নিউজ পোস্টকে বলেন, চোরাই মোবাইল বেচাকেনার খবর পেয়ে বায়েজিদের আমিন কলোনি এলাকা থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চোরাই বিভিন্ন মডেলের ৬২টি মোবাইল জব্দ করা হয়। মূলত নগরীর বিভিন্ন স্থানে চুরি হওয়া কিংবা ছিনিয়ে নেওয়া মোবাইল কমদামে কিনে তারা বিক্রি করে থাকেন। তাদের সঙ্গে মোবাইল চোরদের একটি সংযোগ থাকে। গ্রেফতারদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। উদ্ধার মোবাইলগুলো আদালতের নির্দেশনা অনুযায়ী প্রকৃত দাবিদার পাওয়া সাপেক্ষে তাদের ফিরিয়ে দেওয়া হবে বলে জানান ওসি।