নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
চুরির অভিযোগে চট্টগ্রামে মো. বাবলু (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তাকে পটিয়া থানাধীন ফকিরা মসজিদ বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।এসময় তার কাছ থেকে চার ভরি ওজনের গলানো সোনার টুকরো এবং দুই ভরি ৬ আনা ওজনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ৭ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ৯ ফেব্রুয়ারি কোতোয়ালী থানাধীন জলিলগঞ্জ কর্ণফুলী রিভার ভিউ আবাসিক এলাকার খোকন বাবুর ভবনের সাততলার একটি বাসায় চুরির ঘটনা ঘটে। চোরের দল বাসার গ্রিল কেটে প্রবেশ করে আলমারি ভেঙে ১৫ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ এক লাখ ৩৭ হাজার এবং প্রায় দেড় লাখ টাকার শাড়ি ও বিভিন্ন কাপড় চুরি করে নিয়ে যায়। এ ঘটনার থানায় মামলা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম ওবায়দুল হক বলেন, এরপর তথ্যপ্রযুক্তির সাহায্যে আসামিদের শনাক্ত করে অভিযান চালিয়ে বাবলু নামের একজনকে পটিয়া থেকে গ্রেফতার করা হয়। অভিযানে চুরি যাওয়া মালামালের মধ্যে ৪ ভরি গলানো সোনা এবং দুই ভরি ৬ আনা ওজনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। চুরির পর চোরাই স্বর্ণালংকার জুয়েলার্স দোকানে বিক্রি করা হয়েছে বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে।