চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২৭ জন হাসপাতালে ভর্তি
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ২২ জন সরকারি এবং দুজন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত তারা হাসপাতালে ভর্তি হন। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম এ তথ্য জানান।
সিভিল সার্জন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রামে চলতি বছর তিন হাজার ৮৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। তাদের মধ্যে পুরুষ দুই হাজার ৬৪, নারী এক হাজার ৮৯ এবং শিশু ৭১২ জন।’সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানিয়েছে, চট্টগ্রামে চলতি বছর ৪০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১৫, নারী ২১ এবং শিশু চার জন। আক্রান্তদের মধ্যে মহানগরে দুই হাজার ৫০৩ এবং জেলার অন্যান্য স্থানের এক হাজার ৩৬২ জন। জেলায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন লোহাগাড়ায় ২১২ জন। এ ছাড়া সীতাকুণ্ডে ২০০, রাউজানে ১৬৪, সাতকানিয়ায় ১৫৭, পটিয়ায় ৯৪, চন্দনাইশে ৮৫, বাঁশখালীতে ৮০, কর্ণফুলীতে ৬৩ ও হাটহাজারীতে ৬০ জন।