চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের হালিশহরে দিনমজুর হত্যা মামলায় মো. হোসেন (৩২) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৯ আগস্ট) চট্টগ্রাম ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সিরাজাম মুনীরা এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. হোসেন চট্টগ্রামের সন্দ্বীপ থানাধীন রহমতপুর গ্রামে মৃত রফিকুল ইসলামের ছেলে।
মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) দীর্ঘতম বড়ুয়া দীঘু বলেন, মামলায় ২১ জন সাক্ষীর মধ্যে ১২ জন সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় মো. হোসেনকে দণ্ডবিধির ৩০২ ধারায় মৃত্যুদণ্ড, এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেন আদালত। পাশাপাশি ৩৮০ ধারায় ৩ বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। পরে তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৭ সালের ১৩ মার্চ রাত ৩টার দিকে হালিশহর বি-ব্লকের বাসায় সন্দ্বীপের বাসিন্দা মাকসুদুর রহমান মাকসুদকে ছুরিকাঘাতে হত্যা করেন মো. হোসেন। এ ঘটনায় নিহত মাকসুদের ভাই মো. রিপন বাদী হয়ে হালিশহর থানায় মো. হোসেনকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন। মামলায় মো. হোসেন গ্রেফতার হন এবং আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। তদন্ত শেষে ২০১৭ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। পরে ১১ নভেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার বিচার চলাকালে জামিনে গিয়ে পলাতক হন তিনি।