চট্টগ্রামে দুই বাস ও একটি ট্রাকে আগুন

প্রকাশিত: ১:৫৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৩

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার ওয়াসা মোড়ে যাত্রীবাহী দুটি বাসে ও একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নির্বাপণ করে।

জমিয়তুল ফালাহ মসজিদ গেইটের সামনে ফ্লাইওভারের নিচে গাড়ি দুটি পার্ক করা ছিল। এতে কোনো হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. ওবায়দুল হক নিউজ পোস্টকে বলেন, ওয়াসার মোড়ে ফ্লাইওভারের নিচে পার্কিং করা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সন্দেহ করা হচ্ছে অবরোধকারী দুষ্কৃতিকারীরা বাস দুটিতে আগুন দিয়েছে। ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার খলিলুর রহমান জানান, ওয়াসার মোড়ে বাসে আগুনের খবর পেয়ে ১০টা ৫০ মিনিটে আমরা ঘটনাস্থলে যাই। রাত ১১টা ৩৫ মিনিটে আগুন নির্বাপণ হয়। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরাই দাঁড়িয়ে থাকা বাস দুটিতে আগুন দিয়েছে।

এর আগে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরের পাঁচলাইশ থানার বাদুরতলা এলাকায় একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে সেটির আগুন ছড়িয়ে পড়ার আগেই স্থানীয়রা দ্রুত নির্বাপণ করে ফেলে।