চট্টগ্রামে পেঁয়াজের দাম বেশি রাখায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২৩

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম মহানগরীতে পেঁয়াজের দাম বেশি রাখায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ রোববার (১০ ডিসেম্বর) দুপুরে নগরীর পাহাড়তলী বাজার ও বায়েজিদের আমিন কলোনিতে এ অভিযান চালায় অধিদপ্তরের কর্মকর্তারা।
ভোক্তা অধিদপ্তর জানায়, অভিযানে বেশি দামে পেঁয়াজ বিক্রির অপরাধে পাহাড়তলী বাজারের মেসার্স বাছামিয়া সওদাগর, মেসার্স কালু শাহ এন্টারপ্রাইজ এবং টিসিবির তেল ও অননুমোদিত রং বিক্রির অভিযোগে বায়েজিদের মেসার্স কালু শাহ এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক নাসরিন আক্তার এবং রানা দেব নাথ।