চট্টগ্রামে ১৪ মামলার পলাতক আসামি গ্রেফতার

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৩

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে ডাকাতি, অস্ত্র আইন এবং হত্যাচেষ্টাসহ ১৪ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি ডাকাত সর্দার খ্যাত ফরিদুল আলম ওরফে ফরিদকে গ্রেফতার করেছে র্্যাব। আজ শনিবার (৮ জুলাই) বেলা আড়াইটার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৭। গ্রেফতার ফরিদ কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন খুটাখালী গ্রামের নুরুল হুদার ছেলে।

 

এর আগে গত বৃহস্পতিবার (৬ জুলাই) চট্টগ্রামের হাটহাজারী এলাকা থেকে ফরিদকে গ্রেফতার করা হয়।

র্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী থেকে চকরিয়া এলাকার ডাকাত সর্দার ফরিদকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই, হত্যাচেষ্টা এবং অস্ত্র আইনে মোট ১৪টি মামলা রয়েছে। এরমধ্যে চকরিয়া থানায় ১৩টি এবং বান্দরবান জেলার লামা থানায় একটি মামলা রয়েছে। এসব মামলায় গ্রেফতার এড়াতে ছদ্মনামে কক্সবাজারসহ বিভিন্ন জেলায় ভিন্ন ভিন্ন পরিচয়ে আত্মগোপন করে থাকতেন আসামি ফরিদ। সবশেষ চট্টগ্রামের হাটহাজারীতে আত্মগোপন করেন। গ্রেফতারের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে চকরিয়া থানায় সোপর্দ করা হয়।