চট্টগ্রামে ২ লাখ ৮০ হাজার টাকার জাল নোটসহ আটক দুজনকে পুলিশে দিলো জনতা
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
চট্টগ্রাম প্রতিনিধি:
দেশের বন্দরনগরী চট্টগ্রামের বন্দর থানা এলাকা থেকে ২ লাখ ৮০ হাজার টাকার জাল নোটসহ দুই যুবককে ধরে পুলিশে দিয়েছে জনতা। পরে পুলিশ তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এরা হলো- মো. শাকিব (২০) এবং অন্তর বিশ্বাস (২২)। আজ শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে নিউজ পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছে বন্দর থানা পুলিশ।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, গত মঙ্গলবার (৫ নভেম্বর) শাকিব নিমতলা খালপাড় এলাকার পান-সিগারেট দোকানি আবদুল মান্নানের কাছ থেকে সিগারেট কিনে একটি এক হাজার টাকার নোট দেন। পরে মান্নান নোটটি জাল বুঝতে পেরে ছিঁড়ে ফেলেন। এরপর থেকে জাল নোট দেওয়া শাকিবকে খুঁজতে থাকেন। গত বুধবার রাতে আবারো মান্নানের কাছ থেকে চা-সিগারেট নিয়ে এক হাজার টাকার নোট দেন শাকিব। এ সময় মান্নান নোটটি জাল নিশ্চিত হয়ে আশপাশের লোকজন ডেকে শাকিব ও অন্তর বিশ্বাসকে আটক করে পুলিশে খবর দেন।
ওসি বলেন, এরপর পুলিশ গিয়ে তাদের আটক করে এবং তাদের পকেট থেকে ৯ হাজার টাকার জাল নোট উদ্ধার করে। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক পাহাড়তলী থানার বৌ বাজার এলাকায় শাকিবের বাসা থেকে আরও ২ লাখ ৭১ হাজার টাকা জাল নোট উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে গতকাল বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) গ্রেফতার দুজনকেই চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।