চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম মহানগরীর কর্নেলহাট থেকে ৪০ হাজার ইয়াবাসহ মোহাম্মদ ফয়সাল উদ্দীন (২৫) ও শহীদুল ইসলাম ওরফে শহীদ (২১) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার (২৫ নভেম্বর) বিকেলে নিউজ পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন আকবরশাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়ালি উদ্দীন আকবর।
তিনি জানান, গতকাল শুক্রবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ১০টার দিকে আকবরশাহ্ থানার কর্নেলহাট মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।
ওসি ওয়ালি উদ্দীন আকবর বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রাম নগরীর প্রবেশ মুখ সিটি গেট এলাকায় পুলিশের চেকপোস্ট বসানো হয়। সেখানে তল্লাশিকালে দুই মাদক কারবারি পালানোর চেষ্টা করে। এ সময় তাদের আটক করে তল্লাশি চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
গ্রেফতার ফয়সাল কক্সবাজার জেলার টেকনাফ থানার দক্ষিণ হ্নীলা মরিচ্যাঘোনা এলাকার জালাল আহমদের ছেলে। শহীদ চকরিয়া থানার হারবাং ইউনিয়নের মুসলিম পাড়া গ্রামের মোহাম্মদ বেলালের ছেলে। আজ শনিবার (২৫ নভেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া মাদকের মূল্য প্রায় ৮০ লাখ টাকা বলে জানিয়েছেন ওসি।