চট্টগ্রামে ৯৫৬ শিক্ষার্থী পেল দুর্নীতিবিরোধী উপকরণ

প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৪

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের ৯৫৬ শিক্ষার্থীকে বিনামূল্যে দুর্নীতিবিরোধী স্লোগান সংবলিত শিক্ষা উপকরণ দেওয়া হয়েছে। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করানো হয়। মঙ্গলবার চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন দুদক চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মোহা. আবুল হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- দুদক সমন্বিত জেলা কার্যালয়ের চট্টগ্রাম-১ এর উপপরিচালক নাজমুচ্ছায়াদাত, চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসার উত্তম খীসা, প্রবর্তক সংঘ বাংলাদেশের সভাপতি মুক্তিযোদ্ধা ইন্দুনন্দন দত্ত ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ মনোজ কুমার দেব।
জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, এ শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ। দুর্নীতির বিরুদ্ধে এখন থেকে তাদের উজ্জীবিত করতে হবে। তাহলে জীবনের সব পর্যায়ে দুর্নীতি প্রতিরোধে তরুণরা অগ্রণী ভূমিকা রাখতে পারবে। ৯৫৬ জন শিক্ষার্থীকে বিনামূল্যে দুর্নীতিবিরোধী শিক্ষা উপকরণ বিতরণ খুবই প্রশংসার দাবি রাখে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মোহা. আবুল হোসেন বলেন, দুর্নীতি দমন কমিশন দুর্নীতি দমনের পাশাপাশি সমাজের সর্বস্তরে দুর্নীতি প্রতিরোধে প্রয়াস চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দুর্নীতি দমন কমিশন শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে দুর্নীতিবিরোধী স্লোগান সংবলিত শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে।