চট্টগ্রাম প্রতিনিধি:
দীর্ঘ তিন মাস পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ক্লাস কার্যক্রম শুরু হয়েছে। ক্লাস শুরুর পূর্বে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে লাল ব্যাজ পরে সম্মান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।
রোববার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হয়ে তারা শহীদদের স্মরণ করেন। এরপর সবাই নিজ নিজ ধর্ম অনুযায়ী শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন।
এ সময়ে চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, আমরা শুরুতে জুলাইয়ের শহীদদের স্মরণ করছি এবং তাদের রুহের মাগফেরাত কামনা করছি। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা তাদেরকে আজীবন মনে রাখবো। বাংলাদেশের মানুষ তাদেরকে স্মরণ করবে।
তিনি বলেন, দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয়ে শিক্ষাকার্যক্রম শুরু করতে পেরে আমরা আনন্দিত। এতোগুলো মাস পর শিক্ষার্থীদের মধ্যে বাধভাঙা আনন্দ দেখতে পাচ্ছি। অপরদিকে ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনেক কাজ বাকি রয়েছে। সেগুলো আমরা ধীরে ধীরে করার চেষ্টা করছি।
চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, গত কয়েকদিনে অনেক প্রস্তুতি নিয়ে বিশ্ববিদ্যালয় চালু করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার জন্য নিরাপত্তা দপ্তরের নিজস্ব কর্মীরা নিয়োজিত থাকবেন। পাশাপাশি প্রক্টরিয়াল বডি ও পুলিশ একাধিক স্থানে দায়িত্বে থাকবে। সবমিলিয়ে আমরা প্রাণবন্ত ক্যাম্পাস শিক্ষার্থীদের উপহার দেব।