চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় পাশে দাঁড়িয়েছে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এসময় তাদের একই যাত্রী ছাউনিতে বসে শিক্ষার্থীদের সেবা দিতে দেখা গেছে।শনিবার (১ মার্চ) বেলা ১১টা ১৫ মিনিটে ভর্তি পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর ১২টা ১৫ মিনিটে। এবারও চবির বাইরে ঢাবি ও রাবি ক্যাম্পাস কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য তথ্য সহায়তা কেন্দ্র, সুপেয় পানি, কলম ও জরুরি মুহূর্তে বাইকসেবার ব্যবস্থা করেন। বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট ও ব্যবসায় প্রশাসন অনুষদ সংলগ্ন তথ্য সহায়তা কেন্দ্রে তারা এসব সেবা দেন।অপরদিকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা জিরো পয়েন্ট, ব্যবসায় প্রশাসন অনুষদ, আবু ইউসুফ ভাবন সংলগ্ন ও সোহরাওয়ার্দী মোড়ে বুথ বসিয়েছেন। সেখানে তারা তথ্য সহায়তা, সুপেয় পানি, কলম, প্রাথমিক চিকিৎসা সেবা দিচ্ছেন। এছাড়া ভর্তিচ্ছুদের সঙ্গে আসা অভিভাবকদের জন্য বসার ব্যবস্থাও করেন।
ছাত্রদল ও ছাত্রশিবিরের পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদসহ অন্যান্য ছাত্রসংগঠন ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সংশ্লিষ্ট সেবা দেন।
এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চবি শাখার সভাপতি মো. আলাউদ্দিন মহসিন ঢাকা পোস্টকে বলেন, আমরা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য সুপেয় পানি, কলম ও জরুরি মুহূর্তে বাইক সেবা দিচ্ছি। এছাড়া আমাদের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে ভর্তিচ্ছুদের সহায়তা করছেন।
ইসলামী ছাত্রশিবির চবি শাখার সভাপতি মোহাম্মদ ইব্রাহিম ঢাকা পোস্টকে বলেন, আমরা প্রত্যেক ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের সেবা দেওয়ার চেষ্টা করছি। আমরা মূলত প্রচারণার চেয়ে ভর্তিচ্ছুরা যাতে সঠিক তথ্য পান, কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন ও অভিভাবকেরা স্বাচ্ছন্দ্যবোধ করেন সেই ব্যবস্থা করেছি। এ ছাড়া আমাদের নেতাকর্মীরা গাড়ি ভাড়া ও খাবারের মূল্য বেশিসহ নানা অনিয়মের বিষয়ে মনিটরিং করছেন।