চব্বিশের গণঅভ্যুত্থান নিয়ে সিনেমা বানাবেন রায়হান রাফী

প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৪

বিনোদন ডেস্ক:

সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী। একের পর এক চলচ্চিত্রে দর্শকদের মুগ্ধ করছেন তিনি।। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন ‘ব্ল্যাক মানি’ নামের একটি ওয়েব সিরিজের শুটিংয়ে। এরই ফাঁকে তিনি ঘোষণা দিলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে ফুটিয়ে তুলবেন বড় পর্দায়, বানাবেন চলচ্চিত্র।

শনিবার (২৬ অক্টোবর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে রায়হান রাফী ঘোষণা দেন চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সিনেমা তৈরির। ড. মুহাম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবনে ‘বাংলাদেশের চলচ্চিত্রের সাম্প্রতিক গতি-প্রকৃতি এবং ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনাকালে এই ঘোষণা দেন তিনি।
রাফী বললেন, ‘জুলাই অভ্যুত্থানে এত এত গল্প যেগুলো নিয়ে অনেক সিনেমা বানাতে হবে। আমি আমার জায়গা থেকে চেষ্টা করব দ্রুত নির্মাণ করার। সেটা মুগ্ধকে নিয়ে হোক বা পুরো ঘটনা নিয়ে হোক। আর আমার তো সত্য ঘটনা বলতে ভালোই লাগে। এত এত টুইস্ট, গল্প, কেন আমি বানাব না!’

এই নির্মাতা আরও বলেন, ‘সিনেমা এমনই শিল্প, যার মাধ্যমে প্রতিবাদ করা যায়, সমাজব্যবস্থাকে তুলে আনা যায়। এই যে আন্দোলন হলো, একটা সময় কিন্তু মানুষ ভুলে যাবে। কিন্তু এগুলো সিনেমাতে থাকলে মানুষের মনে থাকবে।’
প্রসঙ্গত, রাফীর সর্বশেষ চলচ্চিত্র ‘তুফান’। মুক্তির পর বাংলাদেশসহ বিশ্বের ১৫টি দেশে দর্শকপ্রিয়তা পেয়েছে এটি। ব্যবসাতেও করেছে বাজিমাত। এখন দর্শকরা সিনেমাটির সিক্যুয়ালের অপেক্ষায়। এদিকে, বর্তমানে জিৎ ও শরীফুল রাজকে নিয়ে ‘লায়ন’ নামের একটি সিনেমার জন্যও প্রস্তুতি নিচ্ছেন এই নির্মাতা।