চমক রেখে স্পেনের নেশন্স লিগের দল

প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০২৪

ক্রীড়া ডেস্ক:

দুই ম্যাচ বাকি রেখেই উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের টিকিট কেটে ফেলেছে স্পেন। এই নভেম্বরেই শেষ দুটি ম্যাচ খেলবে তারা। ১৫ নভেম্বর ডেনমার্ক ও ১৮ নভেম্বর প্রতিপক্ষ সুইজারল্যান্ড। এই দুই ম্যাচের জন্য শুক্রবার দল ঘোষণা করেছেন লা ফুয়েন্তে। যেখানে নতুন চমক হিসেবে জায়গা পেয়েছেন তিন তরুণ খেলোয়াড়।

২১ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার মার্ক কাসাদো, ২০ বছর বয়সী পোর্তো ফরোয়ার্ড সামু ওমোরোদিওন এবং অ্যাথলেটিক বিলবাওয়ের ২৪ বছর বয়সী ডিফেন্ডার আইতর পারেদেস তাদের অসাধারণ পারফরম্যান্সের জন্য প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন।
কাসাদো বার্সেলোনা ক্লাবের হয়ে চলতি মৌসুমে দুর্দান্ত পারফর্ম করছেন। তার অ্যাসিস্ট ও মাঝমাঠে খেলার সুবাদে লা লিগায় ১০ ম্যাচে তিনি তিনটি এবং চ্যাম্পিয়ন্স লিগে চার ম্যাচে দুটি অ্যাসিস্ট করেছেন। বার্সেলোনা থেকে পেদ্রি, দানি ওলমো এবং লামিনে ইয়ামালও দলে জায়গা পেয়েছেন। পোর্তোর সামু ওমোরোদিন এ মৌসুমে ৯ ম্যাচেই করেছেন ১১ গোল। প্রথম বারের মতো স্পেন দলে ডাক পেয়ে মূলত তারই পুরস্কার পেলেন এই ২০ বছর বয়সী।

বার্সার আরেক তারকা পাও কুবার্সি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে গিয়ে ইনজুরির কবলে পড়েছিলেন। মুখে একাধিক সেলাই লেগেছে তার। তাই বাদ পড়েছেন। নেই গাভি-ও, তার না থাকার কারণ বার্সা। ইনজুরি থেকে রক্ষা করতেই তাকে ছাড়েনি কাতালানরা।