চরফ্যাসনে বজ্রপাতে শিশুসহ দুজনের মৃত্যু

প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৪

ভোলা প্রতিনিধি:

ভোলার চরফ্যাশন উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার এওয়াজপুর ইউনিয়নের পশ্চিম এওয়াজপুর গ্রামে ও শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন- হাজারীগঞ্জ ইউনিয়নের চর ফকিরা গ্রামের রফিজল মাঝির ছেলে মো. শিহাব (১৩) ও শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের নসু মেলেটারীর ছেলে মোশারেফ হোসেন লিটন (৩৫)। তিনি পেশায় দলিল লেখক ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানান যায়, লিটন বিকেলে ঝড় ও বজ্রপাতের সময় নিজ বাড়িতে বাবাকে নিয়ে গরুকে ঘাস খাওয়াচ্ছিলেন। হঠাৎ বজ্রপাতে আহত হয়ে জ্ঞান হারান লিটন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে একই সময় চর ফকিরা গ্রামের মাইনউদ্দিন মৎস্যঘাটে ঝড়ের সময় নোঙর করা নৌকায় আশ্রয় নেয় শিশু শিহাব। এ সময় বজ্রপাতে সে আহত হয়। তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় দুজনের মরদেহ দাফন করার জন্য বলা হয়েছে।