চলতি বছরের চুমু খাওয়া সে সিরিজেই পুরস্কার পেলেন কাজল
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
বিনোদন ডেস্কঃ
চলতি বছরের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ট্রায়াল’ এ তিন দশকের নো কিসিং পলিসি ভেঙে পর্দায় চুমু খেয়েছিলেন বলিউড তারকা কাজল। তা নিয়ে রীতিমত সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চাও হয়েছে। আন্তর্জাতিক সিরিজ ‘দ্য গুড ওয়াইফে’র ভারতীয় রূপান্তর ‘দ্য ট্রায়াল এ নয়নিকা সেনগুপ্ত নামে একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করেছিলেন কাজল। আর এই চরিত্রে অভিনয়ের জন্য ওটিটি-প্লে অ্যাওয়ার্ড ২০২৩-জিতলেন কাজল।
হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, ডিজনি প্লাস হটস্টার দিয়ে ওয়েব ডেবিউ করেছিলেন কাজল চলতি বছরেই। শুধু তাই নয়, এর মাধ্যমেই ক্যামেরার সামনে নো কিসিং পলিসি ভেঙে চুমুও খেয়েছিলেন। ওটিটি প্লে অ্যাওয়ার্ড ২০২৩-এ ট্রায়াল-এর জন্য কাজল সেরা ডেবিউ জিতেছে।
তিন দশকেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে থাকার পর ডেবিউ অ্যাওয়ার্ড জিতে কাজল বলেন, ‘আমি আমার বক্তৃতার জন্য পরিচিত নই। তাই আমি এটিকে সংক্ষিপ্ত এবং মিষ্টি রাখব। এটি সম্ভবত আমার জীবনে প্রথম ডেবিউ অ্যাওয়ার্ড পেয়েছি। আপনাদের অনেক ধন্যবাদ।’
তিনি আরো বলেন, ‘ওটিটি একটি আশ্চর্যজনক প্ল্যাটফর্ম। একজন অভিনেতা হিসেবে আমি মনে করি, আমরা একটি আশ্চর্যজনক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাকে ডেবিউ অ্যাওয়ার্ড দেওয়ার জন্য এবং এখানে থাকা সমস্ত বিস্ময়কর প্রতিভাকে স্বীকৃতি দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।’, জানান কাজল।
কাজলকে পরবর্তীতে আরও একটি ওটিটি ফিল্ম, দো পাট্টি-তে দেখা যাবে। যাতে রয়েছেন কৃতি শ্যানন। এখানে তিনি একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন, যা আগামী বছর মুক্তি পেতে পারে।