চলন্ত কাভার্ড ভ্যানের নিচে দ্রুতগতির মোটরসাইকেল, প্রাণ গেল ২ বন্ধুর
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লায় চলন্ত কাভার্ড ভ্যানের নিচে মোটরসাইকেল পড়ে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার বিকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার লালবাগ এলাকায় এ দুর্ঘটনায় আশংকাজনক অবস্থায় একজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হলেন, জেলার সদর দক্ষিণ উপজেলার তারাপুস্করনী গ্রামের সহিদ মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (২৫), একই উপজেলার জয়নগর এলাকার বাবুল মিয়ার ছেলে মো. সাগর (২২)।
দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন মিয়া বাজার হাইওয়ে থানার ওসি শাহাদাত হোসেন।
প্রত্যক্ষদর্শীর বর্ণনা দিয়ে ওসি বলেন, বিকেলে দেলোয়ার হোসেনসহ তিন বন্ধু মোটরসাইকেলযোগে চৌদ্দগ্রামের দিকে যাচ্ছিলেন। এসময় তাদের মোটর সাইকেলটির অনেক গতি ছিল। এসময় মহাসড়কের লালবাগ এলাকায় পৌঁছালে আরোহীরা চলন্ত একটি গাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এসময় তিন আরোহী ছিটকে মহাসড়কের ওপর কাভার্ড ভ্যানের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দেলোয়ার হোসেন মারা যায়। গুরুতর আহত অবস্থায় দুইজনকে স্থানীয় উদ্ধার করে কুমিল্লার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সাগর নামে আরও একজনকে মৃত ঘোষণা করেন। এদের অপর বন্ধু রায়হানের অবস্থায় আশংকাজনক।
হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক রুবেল সমকালকে বলেন, সাগর ও রায়হানকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসাধীন অবস্থায় সাগরের মৃত্যু হয়। রায়হানের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।