
চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরে সদর উপজেলায় পুকুরে ডুবে মা ও ছেলের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২টায় উপজেলার চান্দ্রা ইউনিয়নের বাখরপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামের লোকমান হোসেনের স্ত্রী খাদিজা আক্তার (২৮) ও তাদের ছেলে আবু বক্কর ছিদ্দিক (৭)।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
খাদিজার স্বজনদের সূত্রে জানা যায়, গতকাল দুপুর ১২টায় মা খাদিজা এবং ছেলে আবু বকর বাড়িতে তাদের পুকুরে গোসল করতে নামে। এর মধ্যে ছেলে সাঁতার কেটে পুকুরের মাঝখানে গিয়ে ডুবে যায়, তার মা তাকে উদ্ধার করতে গেলে তিনিও ডুবে যান। পরে বাড়ির লোকজন তাদের চাঁদপুর সদর হাসপাতাল নিলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
চাঁদপুর সদর হাসপাতালের আরএমও ডা. মোহাম্মদ আসিবুল আহসান চৌধুরী বলেন, তাদের হাসপাতালে আনার পর কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।