চাঁদপুরে মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে ৪ শিশুসহ ৮ যাত্রী আহত
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
চাঁদপুরে মেঘনা দুই লঞ্চের সংঘর্ষে চার শিশুসহ আটযাত্রী আহত হয়েছে।
চাঁদপুরের আলুর বাজার এলাকার মেঘনা নদীতে বরিশাল থেকে ঢাকাগামী এমভি আওলাদ-৪’ ও চাঁদপুর থেকে পিরোজপুরগামী ‘এমভি টিপু-১২’ লঞ্চের মধ্যে বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলো -বরিশাল জেলার হিজলা উপজেলার মহিউদ্দিন (১০), ফয়জুল (১২), মাসুম (২৬), রাসেল (১৫), মো. তারেক (১১), আবু তাহের (২৫)। তাদের বাড়ি বরিশাল জেলার হিজলা উপজেলায়।
আহতদের মধ্যে মহিউদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাকিদের চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চাঁদপুর হাসাপাতালের আবাসিক চিকিৎসক আছিবুল হাসান বলেন, “রাত দেড়টার দিকে আহদের হাসপাতালে নিয়ে আসার পর তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে মধ্যে মহিউদ্দিনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।”
বাকিদের শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে জানান এ চিকিৎসক।
আহত যাত্রী মাসুম বলেন, ‘এমভি আওলাদ-৪’ বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে এবং এমভি টিপু-১২ চাঁদপুর থেকে পিরোজপুর জেলার হুলারহাটের উদ্দেশ্যে যাচ্ছিল।
“পথে চাঁদপুরের আলুর বাজার এলাকা অতিক্রম করার সময় ‘এমভি টিপু-১২’ ‘এমভি আওলাদ-৪ লঞ্চকে ধাক্কা দেয়। এতে এ লঞ্চের আট যাত্রী গুরুতর আহত হয়।”
এমভি আওলাদ-৪ লঞ্চের চাঁদপুর ঘাট সুপারভাইজার রুহুল আমিন বলেন, “দুটি লঞ্চের সংঘর্ষে এমভি আওলাদ লঞ্চের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে আট যাত্রী আহত হয়। পরে আহতদের ট্রলারে করে চাঁদপুরে নিয়ে আসা হয়।”
চাঁদপুর নৌ থানার উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস বলেন, দুর্ঘটনার খবর তারা ফায়ার সার্ভিসের সদস্যদের নিয়ে চাঁদপুর লঞ্চঘাটে যান। এ সময় লঞ্চ দুটিকে ঘাটে ভিড়ানোর অনুরোধ করা হলেও তারা আহ্বানে সাড়া না দিয়ে যে যার গন্তব্যে চলে যায়।
এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে নেওয়া হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।