চাঁদপুর নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক

প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৩

চাঁদপুর প্রতিনিধি:

বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের প্রথম দিনে চাঁদপুর-ঢাকা নৌপথে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। তবে যাত্রীসংখ্যা কম রয়েছে বলে জানিয়েছেন চাঁদপুর বিআইডাব্লিউটির উপপরিচালক মো. শাহাদাত হোসেন।

আজ মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা গেছে, বেশ কয়েকটি লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। একইভাবে বিপরীত দিক থেকেও যাত্রী নিয়ে কয়েকটি লঞ্চ টার্মিনালে ভিড়েছে।

অন্যদিকে সড়কপথে দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকলেও অভ্যন্তরীণ রুটে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মঙ্গলবার সকালে চাঁদপুর সরকারি কলেজের সামনে থেকে পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝিকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, নাশকতার চেষ্টার অভিযোগে বিএনপির এই নেতাকে আটক করা হয়।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় জানান, মানুষের নিরাপত্তা দিতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট, সড়ক ও মহাসড়কে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

এরই মধ্যে জেলার কয়েকটি থানায় নাশকতার চেষ্টার অভিযোগে বিএনপি ও জামায়াতের ১৫ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝিও রয়েছেন।
চাঁদপুর নদীবন্দর কর্মকর্তা (বিআইডাব্লিউটি) মো. শাহাদাত হোসেন জানান, চাঁদপুরের সঙ্গে বিভিন্ন নৌপথে যাত্রীবাহী লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। এরই মধ্যে সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত মোট ছয়টি লঞ্চ যাত্রী নিয়ে চাঁদপুর লঞ্চ টার্মিনাল ছেড়ে গেছে।