চাঁপাইনবাবগঞ্জে শীতের তীব্রতা বাড়ায় স্কুল বন্ধ ঘোষণা
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
তীব্র শীতে চাঁপাইনবাবগঞ্জে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে, তাপমাত্রা নেমে গেছে ১০ ডিগ্রির নিচে। তাই জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেছের আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার (২২ জানুয়ারি) সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগেরদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি।
জেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা জানান, জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় শিক্ষা বিভাগের নির্দেশনা অনুযায়ী সোমবার ও মঙ্গলবার জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে। তবে, পরিস্থিতি উন্নতি হলে আগামী বুধবার থেকে যথারীতি পাঠদান শুরু হবে।
এদিকে শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত হওয়ার পর এ সিদ্ধান্ত জানতে পেরে তারা বাড়ি ফিরে যান। তবে এ সিদ্ধান্তে শিক্ষার্থী ও শিক্ষকরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।