চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে তরুণীর বিষপান

প্রকাশিত: ৩:৪৮ পূর্বাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৩

আমিনুল ইসলাম বাবু:
চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে রাজধানীর নীলক্ষেতে অনশনরত অবস্থায় উম্মে ঊর্মি সিদ্দিকা নামে এক তরুণী বিষপান করেছেন। ঊর্মি সিদ্দিকা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।

তার সহকর্মীরা জানান, শুক্রবার (২৭ অক্টোবর) রাত ১০টার দিকে বিষপানে অসুস্থ হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পাকস্থলী ওয়াশ দিয়ে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া।

তিনি জানান, ঊর্মির বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নারায়ণপুর গ্রামে। তার বাবার নাম মোহাম্মদ ফয়সাল হাবিব।

এদিকে দীর্ঘ সাত ঘণ্টা অবরোধের পর পুলিশের আশ্বাসে নীলক্ষেত মোড় থেকে সরে গেছেন চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী আন্দোলনকারীরা। রাত সাড়ে ১১টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার শাহেন শাহ্ মাহমুদের আশ্বাসে নীলক্ষেত ত্যাগ করেন তারা। এর আগে বিকেল ৪টা ৪৫ মিনিটে নীলক্ষেত অবরোধ করেন আন্দোলনকারীরা।

চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫, অবসরে বয়সসীমা বৃদ্ধি, চাকরিতে আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদে বঙ্গবন্ধুর নামে বঙ্গবন্ধু ল’ কমপ্লেক্স (বঙ্গবন্ধু চেয়ার এবং একটি ম্যুরাল) স্থাপনের দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছেন তারা।