চাকরির পরীক্ষা দিতে ঢাকা এসে ২ বাসের চাপায় প্রাণ গেল মনিরুজ্জামানের
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
আমিনুল ইসলাম বাবু:
চাকরির পরীক্ষা দিতে রংপুর থেকে ঢাকায় এসে দুই বাসের চাপায় প্রাণ গেল মনিরুজ্জামান (৩১) নামের এক যুবকের। ময়নাতদন্তের জন্য পুলিশ তার লাশ মার্কে পাঠিয়েছে। এ ঘটনায় বৈশাখী পরিবহনের চালক মো. তৌহিদুর রহমান তুষারকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। তবে গুলিস্তান পরিবহনের চালক মোন্নাফ হোসেন (৪৫) এখনো পলাতক রয়েছেন। তাকে ধরতে পুলিশের অভিযান চলছে। আজ শুক্রবার দুপুরের দিকে নিউজ পোস্ট বিডিকে এসব তথ্য জানিয়েছেন মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ শুক্রবার (১৪ জুলাই) সকালের দিকে রাজধানীর মিরপুরের কল্যাণপুরে ফুটওভার ব্রিজের নিচে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় আজ সকালে এলজিইডির ওয়ার্ক অ্যাসিসট্যান্ট পদে চাকরির পরীক্ষা দিতে রংপুর থেকে ঢাকার গাবতলী বাসস্ট্যান্ডে আসেন পরীক্ষার্থী মনিরুজ্জামান। এরপর বাস থেকে নেমে ভাড়ায় জালিতে একটি মোটরসাইকেলে চড়ে সবুজবাগের পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন মনিরুজ্জামান। তাকে বহনকারী মোটরসাইকেলটি মিরপুর থানাধীন কল্যাণপুর বাসস্ট্যান্ডের ফুটওভার ব্রিজের নিচে পৌঁছালে পাল্লা দিয়ে চলা বৈশাখী পরিবহন ও গুলিস্তান পরিবহন নামে দুই বাসের মাঝে চাপা পড়েন মনিরুজ্জামান ও মোটরসাইকেলের চালক । এতে মনিরুজ্জামান গুরুতর আহত হলে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে স্থানীয়রা ধাওয়া করে বৈশাখী পরিবহনের চালক মো. তৌহিদুর রহমান তুষারকে (২৩) আটক করে পুলিশকে জানায়। একই সময় গুলিস্তান পরিবহনের বাসটি আটক করলেও কৌশলে চালক পালিয়ে যায। খবর পেয়ে মিরপুর মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বাস দুটি জব্দসহ বৈশাখী পরিবহনের চালককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান। তবে গুলিস্তান পরিবহনের চালক মোন্নাফ হোসেন (৪৫) এখনো পলাতক থাকায় তাকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
জানা গেছে, নিহত মনিরুজ্জামান রংপুরের গাবতলী উপজেলার রফিকুল ইসলামের ছেলে। এ ঘটনায় মনিরুজ্জামানের চাচাতো ভাই মো. এনামুল হক বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা করেছেন।
মামলার এজাহারে বলা হয়, এলজিইডির ওয়ার্ক অ্যাসিসট্যান্ট পদে চাকরির পরীক্ষা দিতে বৃহস্পতিবার রাতে রংপুর থেকে ঢাকায় আসেন মনিরুজ্জামান ওরফে বাবু। সকালে গাবতলীতে বাস থেকে নেমে রাইড শেয়ারিংয়ে মোটরসাইকেলে সবুজবাগে পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিলেন। পথে কল্যাণপুর বাসস্ট্যান্ড ফুটওভার ব্রিজের নিচে পৌঁছালে বৈশাখী পরিবহন ও গুলিস্তান পরিবহন চালকের দ্রুত ও বেপরোয়া গতিতে মোটরসাইকেলটি গুলিস্তান পরিবহনের নিচে চাপা পড়ে যায়। এতে মনিরুজ্জামান গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে দ্রুত পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীন নিউজ পোস্ট বিডিকে বলেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়ায় সূরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নিহত মনিরুজ্জামানের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। পলাতক বাস চালক মোন্নাফ হোসেনকে ধরতে সম্ভাব্য স্থানে অভিযান চালানো হচ্ছে।