চারদিন পর রোদের দেখা মিলল গাইবান্ধায়

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৫

গাইবান্ধা প্রতিনিধি:

 

টানা চারদিন ধরে কুয়াশায় আচ্ছন্ন গাইবান্ধায় অবশেষে সূর্যের আলোর দেখা মিলেছে।

শনিবার সকাল ৭টার দিকে জেলায় রোদের দেখা মেলে। সূর্যের আলো পেয়ে এদিন অনেককেই বাড়ির আঙিনা, ছাদ ও খোলা জায়গায় রোদ পোহাতে দেখা যায়।

রোদ ওঠায় এখন কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে গাইবান্ধায়।

শাকিল খন্দকার নামে এক যুবক বলেন, কদিন পর সূর্যের দেখা পাওয়া গেল। তাই একটু রোদ পোহাচ্ছি।

ট্রাফিক পুলিশ সদস্য আজমল হোসেন বলেন, শীতকালে রোদের মধ্যে দায়িত্ব পালন করতে ভালো লাগে। রোদ না থাকলে কষ্ট হয় দ্বিগুণ।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. খোরশেদ আলম বলেন, দীর্ঘ সময় ধরে ঘন কুয়াশা থাকলে বীজতলার ক্ষতি হয়। রোদ ওঠার পর কৃষকদের ব্যস্ততা বেড়ে যাবে। এমন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকলে মাঠে রবিশস্যের ফলনটাও ভালো হবে।

রংপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান বলেন, গত ১ জানুয়ারি থেকে টানা চারদিন কুমিল্লায় সূর্যের আলো দেখা যায়নি। অন্য বছরের তুলনায় এ বছর জানুয়ারি মাসে অস্বাভাবিক জলবায়ুর পরিবর্তন দেখা গেছে।

আবহাওয়া অফিসের এ কর্মকর্তা আরও বলেন, ১ জানুয়ারি গাইবান্ধায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। আজ শনিবার থেকে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে সামনের দিনগুলোতে গাইবান্ধায় মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।