চার দফা দাবিতে ক্লাস বর্জনে ম্যাটস শিক্ষার্থীরা

প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৪

মানিকগঞ্জ প্রতিনিধি:

চার দফা দাবিতে মানিকগঞ্জের সাটুরিয়ায় অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন শুরু করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) সাধারণ শিক্ষার্থীরা। গতকাল সোমবার দুপুরে সাটুরিয়া প্রেস ক্লাবের সামনে এসে ধর্মঘট পালনের সময় এ ঘোষণা দেন তারা। দশম গ্রেডে শূন্যপদে নিয়োগ, কর্মসংস্থান ও সরকারি-বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃজনের দাবি জানান বক্তারা।
আন্দোলনকারী শিক্ষার্থী মো. নাজমুল হাসান বলেন, সারাদেশে সাধারণ ম্যাটস শিক্ষার্থীরা ঐক্য পরিষদের মাধ্যমে চার দফা দাবি আদায়ের ডাক দিয়েছে। দাবি না মানলে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন।
সেতু আক্তার নামে শিক্ষার্থী ওই চার দফা দাবিকে ন্যায্য উল্লেখ করে বলেন, দাবিগুলো মেনে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিন।
কর্মসূচিতে ম্যাটস শিক্ষার্থীরা তাদের চার দফা দাবি তুলে ধরেন।