ক্রীড়া ডেস্ক:
অস্ট্রেলিয়ায় বোর্ডার-গাভাস্কার ট্রফিতে হেরে গেছে ভারতীয় ক্রিকেট দল। এতে ১০ বছর পর বোর্ডার-গাভাস্কার ট্রফি হাতছাড়া হল কোহলিদের। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের ব্যক্তিগত জীবন নিয়ে শোরগোল উঠেছে নেটদুনিয়ায়।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে একে অপরের সঙ্গে তোলা সব ছবি মুছে ফেলেছেন চাহাল ও তার স্ত্রী ধনশ্রী বর্মা। এমনকি তারা পরস্পরকে ইনস্টাগ্রাম থেকে আনফলো করেছেন। ধনশ্রী নিজের নাম থেকে ‘চাহাল’ পদবী সরিয়ে ফেলেছেন। এসব কারণে তাদের সম্পর্কের ভাঙনের গুঞ্জন আরও জোরালো হয়েছে।
এর মধ্যেই চাহালের একটি পোস্ট জল্পনা আরও উসকে দিয়েছে। ইনস্টাগ্রাম স্টোরিতে চাহাল যা লিখেছেন, তার অর্থ ‘কঠোর পরিশ্রম মানুষের চরিত্রকে আলোকিত করে। আপনি নিজের যাত্রা জানেন, নিজের কষ্ট জানেন। যেখানে পৌঁছেছেন, সেখানে পৌঁছনোর জন্য কী কী করতে হয়েছে জানেন। গোটা বিশ্বও জানে। সোজাভাবে দাঁড়ানো উচিত। আপনি আপনার বাবা-মাকে গর্বিত করার জন্য প্রচুর ঘাম ঝরিয়ে পরিশ্রম করেছেন। একজন গর্বিত ছেলের মতো শিরদাঁড়া সোজা করে দাঁড়ান।’
বাবা, মায়ের পাশে থাকা কথা লিখেছেন চাহাল। কিন্তু স্ত্রী ধনশ্রীর পাশে থাকার কথা বলেননি ভারতীয় দলের লেগ স্পিনার। ফলে তার বিবাহবিচ্ছেদের জল্পনা আরও তীব্র হয়েছে। চাহাল সব ছবি মুছে দিলেও ধনশ্রী এখনও ভারতীয় ক্রিকেটারের সঙ্গে নিজের বেশ কিছু ছবি রেখে দিয়েছেন। সেগুলো তার অ্যাকাউন্টে দেখাও যাচ্ছে। ফলে দু’জনের সম্পর্ক এখন ঠিক কোন জায়গায়, তা নিয়ে আলোচনা চলছে।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দু’জনের মধ্যে বিচ্ছেদের প্রক্রিয়া চলছে এবং আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা মাত্র। যদিও তাদের বিচ্ছেদের সঠিক কারণ এখনো প্রকাশ্যে আসেনি।
এর আগে, ২০২৩ সালেও চাহাল ও ধনশ্রীর বিচ্ছেদের গুঞ্জন উঠেছিল। পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও গত কয়েক মাস ধরে তাদের আলাদা থাকার খবর শোনা যাচ্ছিল। ২০২০ সালের ১১ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন চাহাল ও ধনশ্রী। সেই সময় একটি নাচের রিয়ালিটি শোতে তাদের প্রথম পরিচয় হয়েছিল। তবে ২০২৪ সালে এক কোরিওগ্রাফারের সঙ্গে ধনশ্রীর ঘনিষ্ঠ ছবি ভাইরাল হলে বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়।
এছাড়া, ভারতীয় দলের এক তারকা ব্যাটারের সঙ্গে ধনশ্রীর সম্পর্ক নিয়েও গুঞ্জন ছড়ায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের একসঙ্গে রিল শেয়ার করায় সেই গুঞ্জন আরও তীব্র হয়। তবে পরে তারা নিজেদের ‘ভালো বন্ধু’ বলে মন্তব্য করেন। বর্তমানে চাহাল ও ধনশ্রীর বিচ্ছেদের গুঞ্জন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা তুঙ্গে। দু’জনই তাদের সম্পর্কের বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি।