চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার, অযাচিত বলপ্রয়োগের প্রতিবাদ
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি

নিজস্ব প্রতিবেদক:
এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউই নামের আগে ‘ডাক্তার’ পদবি লিখতে পারবে নাহাইকোর্টের এমন রায়ে সন্তুষ্টি জানিয়ে কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা।
তবে সচিবালয় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক অযাচিত বলপ্রয়োগের প্রতিবাদ জানিয়েছেন তারা। একইসঙ্গে এ ঘটনায় আগামী ২৪ ঘণ্টার ভেতর তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা।
বুধবার (১২ মার্চ) চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সংগঠনগুলোর যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের আপামর জনসাধারণকে অপচিকিৎসার হাত থেকে রক্ষা, স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং চিকিৎসা পেশার মর্যাদা রক্ষায় চিকিৎসক সমাজ পাঁচ দফা দাবিতে বিগত কিছুদিন যাবৎ লাগাতার বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছে। এরই মধ্যে ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত রিট আদালত নিষ্পত্তি করে রায় প্রদান করেছেন। এর মধ্য দিয়ে একদিকে চিকিৎসকরা যেমন ন্যায়সংগত রায় পেয়েছেন, তেমনি সাধারণ মানুষও এই রায়ে স্বস্তি প্রকাশ করেছেন।
এতে বলা হয়, আজকের রায়ের মধ্য দিয়ে চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের প্রধান দাবিটি বাস্তবায়িত হয়েছে। বাকি দাবিগুলোর ব্যাপারেও স্বাস্থ্য মন্ত্রণালয় সুনির্দিষ্ট অগ্রগতি করেছে মর্মে স্বাস্থ্যখাতের বিভিন্ন স্টেকহোল্ডারদের জানিয়েছেন। এমতাবস্থায় সার্বিক বিবেচনায় চিকিৎসক ও শিক্ষার্থীদের সংগঠনগুলো চলমান কর্মবিরতি প্রত্যাহার করছে এবং একইসঙ্গে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পাঁচ দফা সংক্রান্ত দাবিগুলোর সুনির্দিষ্ট অগ্রগতি জানানোর আহ্বান করা হয়েছে। অন্যথায়, চিকিৎসক ও শিক্ষার্থীরা পুনরায় কঠোর কর্মসূচি প্রদান করবে।
চিকিৎসকদের বলপ্রয়োগ প্রসঙ্গে আরও বলা হয়, মন্ত্রণালয়ের সামনে থাকা চিকিৎসক ও শিক্ষার্থীদের উপর কর্তব্যরত পুলিশ অযাচিত বলপ্রয়োগ করেন। এ ব্যাপারে চিকিৎসক ও শিক্ষার্থীদের সংগঠনগুলো গভীর ক্ষোভ ও উষ্মা প্রকাশ করছে এবং আগামী ২৪ ঘণ্টার ভেতর এ নিয়ে তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছে।
এদিকে এক সংবাদ সম্মেলনে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে) নেত্রী ডা. নাজিয়া আলী বলেন, ন্যূনতম এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রি ছাড়া অন্য কেউ তাদের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না বলে হাইকোর্টের রায় আসার পর চিকিৎসক সংগঠনগুলো কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করেছে। তবে ইফতারের পূর্ব মুহূর্তে কিছু চিকিৎসকদের ওপর পুলিশের আক্রমণের প্রতিবাদে সারাদেশে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ক্লাস বর্জন কর্মসূচি চলবে।