ডেস্ক রিপোর্ট:
চীনের গুয়াংডং প্রদেশের গুয়াংজু শহরে বৃহত্তর বিএনপি শাখার নেতাকর্মীদের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে দিনব্যাপী আলোচনা সভা, খেলাধুলা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
সোমবার (১৬ই ডিসেম্বর) সকালে শহরের ভিয়েনা হোটেলের সভাকক্ষে দিনব্যাপী দিবসটি উদযাপন করা হয়।
কোরআন তেলাওয়াত ও সম্মিলিত জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মো. নাদিম আহমেদের সঞ্চালনায় বিজয় দিবস অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএনপি নেতা মাসুদ আহমেদ।এসময় বক্তব্য রাখেন, জাহিদুল ইসলাম জাহিদ, হোসাইন মোহাম্মদ সাখাওয়াত, মাসুদ আহমেদ, শেখ মাহবুবুর রশীদ, মো. রুহুল আমিন, মো. সাখাওয়াত হোসেন কানন, মো. ওয়ালী উল্লাহ, মোহাম্মদ হাসেম প্রমুখ।
পরে শতাধিক চীন প্রবাসী বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে ব্যাডমিন্টন, বিলিয়ার্ড টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়