চুয়াডাঙ্গায় নিম্নমানের পণ্য বিক্রি, তিন প্রতিষ্ঠানের জরিমানা
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় মূল্য-তালিকা না থাকা, ক্ষতিকর রঙ মেশানো ও নিম্নমানের পণ্য বিক্রিসহ নানা অপরাধে তিন প্রতিষ্ঠানের ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (০৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে জীবননগর উপজেলা শহরে অভিযান চালিয়ে এ জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
তিনি জানান- নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে সোমবার দুপুর ২টার দিকে জীবননগর বাজারে অভিযান চালানো হয়। এসময় চ্যাংখালী রোডে মেসার্স মুক্তা স্টোরে মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করা ও মেয়াদোত্তীর্ণ এবং মূল্যবিহীন পণ্য বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. আশিকুর রহমানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, ক্ষতিকর রঙ মেশানো নিম্নমানের চিপস ও মেয়াদ ও মূল্যবিহীন পণ্য বিক্রির অপরাধে মেসার্স ওহিদুল স্টোরের মালিক মো. মাহফুজুর রহমানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মেসার্স সিরাজ হোটেলে অভিযান চালিয়ে ফ্রিজে বাসি গ্রিল ও কাঁচা মাছ-মাংসের সঙ্গে অন্যান্য প্রস্তুতকৃত খাবার সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। অস্বাস্থ্যকর পরিবেশ ও তৈরিকৃত খাবার স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণ না করার অপরাধে প্রতিষ্ঠানের ম্যানেজার শ্রী দুলাল ঘোষকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এমন অভিযান অব্যাহত থাকবে।অভিযান পরিচালনায় সহযোগিতা করেন চুয়াডাঙ্গা জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. সহিদুল ইসলাম ও জীবননগর থানা পুলিশ।