চুরির অপবাদ সইতে না পেরে বৃদ্ধের আত্মহনন, প্ররোচনার অভিযোগে গ্রেপ্তার ১
গাইবান্ধার প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আত্মহত্যার প্ররোচনার দায়ে রিমু মিয়া (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম।
উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের দিগদাইড় গ্রামের ছোলায়মান প্রধানের ছেলে বাবু মিয়া (৬০) স্থানীয় ফুটানি বাজারে নৈশপ্রহরী হিসেবে দায়িত্ব পালন করতেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে ফুটানি বাজারের বড় সাতাইল-বাতাইল গ্রামের রিমু মিয়া নামে ব্যক্তির গ্যারেজ থেকে অটোরিকশার ব্যাটারি চুরি হয়। খোঁজাখুঁজি করে ওই ব্যাটারি না পেয়ে গত শনিবার বাজারের দায়িত্বরত নৈশপ্রহরী বাবু মিয়াকে চুরির অপবাদ দেয় রিমু মিয়া। অপবাদ সইতে না পেয়ে বাবু মিয়া সন্ধ্যায় আত্মহত্যার উদ্দেশে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে অবস্থার অবনতি হয়। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত ৮টার দিকে মারা যান বাবু মিয়া।
এ ঘটনায় মৃত বাবু মিয়ার পরিবারের পক্ষে গোবিন্দগঞ্জ থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে রিমু মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।