চেয়ারম্যান প্রার্থীকে ‘কুলাঙ্গার’ বললেন আখাউড়ার মেয়র
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
জেলা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়াঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনের এক প্রার্থীর প্রচারণা সভায় বিরোধী প্রার্থীকে ‘কুলাঙ্গার’ বললেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল। সোমবার (৬ মে) বিকেলে উপজেলার মোগড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনারাস প্রতীকের প্রার্থী মুরাদ হোসেনের সমর্থনে বক্তব্যকালে তিনি এ মন্তব্য করেন।
খোঁজ নিয়ে জানা যায়, আগামী ২১ মে আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের ‘ঐক্যের প্রার্থী’ হিসেবে মো. মুরাদ হোসেনের নাম প্রচার করা হচ্ছে। শুধু তাই নয়, যেখানে মন্ত্রী-এমপিরা যেন নির্দিষ্ট কোনো প্রার্থীকে সমর্থন না দেন দলীয় এমন সিদ্ধান্ত থাকলেও আখাউড়ায় মুরাদ হোসেনই আইনমন্ত্রী আনিসুল হকের মনোনীত প্রার্থী, তার প্রতীকের বিরুদ্ধে যারা নির্বাচন করবে ভোটের পর তাদেরকেও চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে বিভিন্ন সভায়।
সোমবারের ওই সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাবেক আহ্বায়ক মো. জয়নাল আবেদীন, সাবেক সভাপতি ও প্রতীক বরাদ্দ পাওয়ার পর মুরাদের সমর্থনে সরে দাঁড়ানো শেখ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মনির হোসেন বাবুল উপস্থিত থেকে বক্তব্য দেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র মো. তাকজিল খলিফা কাজল বলেন, ‘এবার আর কোনো নয়ছয় নয়। আমরা দেখব কোন ওয়ার্ডে, কোন গ্রামে কে কে জামায়াত-বিএনপি ও এন্ট্রি আওয়ামী লীগ। আমরা তাদের চিহ্নিত করব। আওয়ামী লীগের নাম ভাঙিয়ে জামায়াত-বিএনপি করবে, দলের দুঃসময়ে থাকবে না সেটা তো মানা হবে না।’
নির্বাচনে চেয়ারম্যান পদে আরেক প্রার্থী মো. মনির হোসেনকে কুলাঙ্গার হিসেবে আখ্যায়িত করে তাকজিল খলিফা বলেন, ‘তিনি (মো. মনির হোসেন) আখাউড়ার কোন কোন নেতাকে নাকি লাঞ্ছিত করেছেন বলেন। আমি বলব এসবের প্রতিশোধের জন্য প্রস্তুত থাকুন।’ এ সময় আওয়ামী লীগ সঙ্গে থাকায় মুরাদ হোসেনের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন মেয়র তাকজিল খলিফা কাজল।
উল্লেখ্য, আগামী ২১ মে উপজেলা পরিষদ নির্বাচনে আখাউড়ায় তিনজন প্রার্থী থাকলেও শেখ বোরহান উদ্দিন সরে দাঁড়ানোয় দুই প্রার্থীর মধ্যে লড়াই হবে। তারা হলেন- উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও মোগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মনির হোসেন এবং বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মো. মুরাদ হোসেন। মনির হোসেন ঘোড়া প্রতীক ও মুরাদ হোসেন আনারাস প্রতীক নিয়ে নির্বাচন করছেন।