চ্যাম্পিয়নস লিগে আট দলের যুদ্ধে রথী মহারথীদের লড়াই

প্রকাশিত: ১০:৪৭ পূর্বাহ্ণ, এপ্রিল ৯, ২০২৪

স্পোর্টস ডেস্ক রিপোর্টঃ 

ফুটবল ভক্তদের জন্য ‘এক ঢিলে চার পাখি’ নিয়ে এসেছে চ্যাম্পিয়নস লিগ। চলতি মাসেই ফুটবলের অন্যতম আকর্ষণীয় এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের চার ম্যাচ মাঠে গড়াচ্ছে, দুই লেগ মিলিয়ে সেই সংখ্যা আটে গিয়ে দাঁড়িয়েছে। আজ রাতেই আর্সেনাল-বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি এবং আগামীকাল বুধবার রাতে অ্যাতলেটিকো মাদ্রিদ-বরুসিয়া ডর্টমুন্ড, পিএসজি- বার্সেলোনা লড়াই মাঠে গড়াচ্ছে। সাধারণত এপ্রিল মাসেই চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়। আর সেজন্য অপেক্ষায় থাকেন ভক্তরা।

যদিও ২০২৩-২৪ মৌসুম হতাশার হবে বলে কেউ কেউ অভিযোগ করেছেন, তবে এই বছরের কোয়ার্টার ফাইনালে এমন হওয়ার কোনো সম্ভাবনাই নেই। প্রতিটি ম্যাচের পক্ষে-বিপক্ষের দিকে তাকালেই সেটি দেখা যায়। যেখানে অ্যাতলেটিকো মাদ্রিদ-বরুসিয়া ডর্টমুন্ড বাদে বাকি ম্যাচগুলোতেই ফুটবল বিশ্বের পলকহীন দৃষ্টি থাকবে।

আর্সেনাল-বায়ার্ন মিউনিখ (উইলিয়াম সালিবা-হ্যারি কেইন)- টটেনহ্যামের সাবেক স্ট্রাইকার কেইন এখন বায়ার্নের তুরুপের তাস। বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন ইংলিশ এই তারকা। উইলিয়াম সালিবা ও গ্যাব্রিয়েল কীভাবে সেই হুমকি সামলাবেন, সেটিই এখন গানারদের সামনে বড় চ্যালেঞ্জ। মিকেল আরতেতাও সে বিষয়ে অজ্ঞ। শেষ আটের প্রথম লেগে এখন সালিবা ও কেইনের দিকে চোখ রয়েছে ভক্তদের। ম্যাচটিতে আর্সেনাল মিডফিল্ডার মার্টিন ওডিগার্ড ও বায়ার্নের জামাল মুসিয়ালার দিকে তাকিয়ে থাকবেন ভক্তরা।

রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি (ভিনিসিয়ুস জুনিয়র-কাইল ওয়াকার)- গত মৌসুমের সেমিফাইনালে কল্পনার থেকে বেশি রোমাঞ্চ উপহার দিয়েছিল এ দুই দল। এবার শেষ আটেই মুখোমুখি রিয়াল-সিটি। সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগের খেলায় কিছুটা এগিয়েই থাকবে স্বাগতিক রিয়াল মাদ্রিদ। কাইল ওয়াকার ও ভিনিসিয়স জুনিয়রের গতি ও শক্তি ম্যাচকে আরো বেশি জমিয়ে তুলবে। এই ম্যাচে কার্লো আনচেলত্তির ৪-৩-১-২ ফরম্যাট দেখা যেতে পারে। পেপ গার্দিওলার চিন্তায় অবশ্যই থাকবে ব্রাজিল তারকা ভিনির আক্রমণ ঠেকানোর পরিকল্পনা। তার শিষ্য আর্লিং হালান্ড যতটা এগিয়ে থাকবেন, লস ব্ল্যাকোদের হয়ে অ্যালেনিও রুডিগারও তৈরি থাকবেন সেটি থামানোর জন্য।

অ্যাতলেটিকো মাদ্রিদ-বরুসিয়া ডর্টমুন্ড (স্যামুয়েল লিনো-ডনিয়েল ম্যালেন)- দিয়েগো সিমিওনের পরিকল্পনার কাছে জার্মানদের একটু পিছিয়ে থাকতে হবে। বরুসিয়া অতিথি হয়ে খেলতে এলেও দলটির বড় জোর থাকবে ডনিয়েল ম্যালেনের কারণে। ক্লাবটির হয়ে দারুণ ফুটবলশৈলী দেখিয়ে সেই ভরসার জায়গা তৈরি করেছেন তিনি। অন্যদিকে স্যামুয়েল লিনো চাইবেন দলের হয়ে জয় তুলে নিতে। এ কাজে তাকে সহায়তার জন্য থাকবেন অ্যান্তোনিও গ্রিজম্যান। যদিও ম্যাটস হামেলসকে ভেদ করে কতটা সফল হতে পারে অ্যাতলেটিকো, সেটিই এখন দেখার বিষয়।

পিএসজি-বার্সেলোনা (কিলিয়ান এমবাপ্পে-জুল কুন্দে)- এবারই হয়তো শেষ বারের মতো ফরাসি ক্লাব থেকে চ্যাম্পিয়নস লিগ খেলছেন কিলিয়ান এমবাপ্পে। পরের মৌসুমে বার্সার বিপক্ষে হয়তো লিগের টুর্নামেন্টেই দেখা হতে পারে ফরাসি জায়ান্টের। তবে সেই হিসাবের আগে মাঠের লড়াইয়ে কাল নামছেন ২০১৮ সালের বিশ্বকাপজয়ী তারকা। লক্ষ্য নিজেদের মাটিতে জাভি হার্নান্দেজের শিষ্যদের কুপোকাত করা। এমবাপ্পের পরীক্ষা নিতে প্রস্তুত জুল বুন্দে। চলতি মৌসুমে লুইস এনরিকে প্যারিসেরি সুপারস্টারকে ঠিকভাবে ব্যবহার না করলেও দুর্দান্ত ফর্ম উপহার দিয়েছেন। ৩৭ ম্যাচ থেকে ৩৮টি গোল তাকে সেরাদের কাতারেই রেখেছে।

এদিকে কাতালানদের বিপক্ষে কীভাবে খেলতে হবে, সেটিও জানা এমবাপ্পের। প্রতিরক্ষায় থাকা কুন্দে যে জাতীয় দলে তারই সতীর্থ। ফলে সবকিছুই রয়েছে তার নখদর্পণে। এদিকে আকর্ষণীয় এই ম্যাচে নুনো মেন্ডিস ও লামিনে ইয়ামালের লড়াইও দেখতে মুখিয়ে রয়েছেন ভক্তরা। ২০২১ সালের পরে আবার চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি হয়েছে দুই দল। বার্সা থেকে ব্রাজিল তারকা নেইমার জুনিয়রকে ছিনিয়ে নেওয়ার পরে পিএসজি-বার্সা দ্বৈরথ পেয়েছিল ভিন্নমাত্রা। নেইমার পিএসজি ছেড়ে সৌদি আরবে চলে গেলেও দল দুটির সেই দ্বৈরথ এখনো থামেনি। ইতিমধ্যে আলট্রাস সমর্থকেরা হুমকি দিয়ে রেখেছে কাতালানদের। ২০১৭ সালের সেই নাটকীয় জয়ের প্রতিশোধ নেওয়ার নেশায় মুখিয়ে রয়েছে পিএসজি, মুখিয়ে আছে ফুটবল বিশ্ব।