চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উত্তাপ ছড়ানো সূচি
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি

ক্রীড়া ডেস্ক :
নতুন নিয়মের চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে সংশয় ছিল বেশ। কিন্তু এখন পর্যন্ত ফুটবল ভক্তদের মোটেই নিরাশ করেনি এই চ্যাম্পিয়ন্স লিগ। বরং লিগ পর্ব থেকেই দেখা গেছে একের পর এক দুর্দান্ত ম্যাচ। রাউন্ড অব সিক্সটিনে এসে দুটো ম্যাচ গড়িয়েছে টাইব্রেকার পর্যন্ত। তাতে কপাল পুড়েছে স্বাগতিকদেরই। লিভারপুল এবং অ্যাতলেটিকো মাদ্রিদ নিজেদের মাঠে টাইব্রেকার হেরে বিদায় নিয়েছে
চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরের শীর্ষ ৮ দলের চারটি দলই এরইমাঝে বিদায় নিয়েছে। লিভারপুল, অ্যাতলেটিকো মাদ্রিদ, বায়ার লেভারকুজেন এবং লিল বিদায় নিয়েছে রাউন্ড অব সিক্সটিন থেকেই। সেই সঙ্গে নিশ্চিত হয়েছে কারা যাচ্ছে কোয়ার্টার ফাইনালে। আর তাতেও আছে দুর্দান্ত তিন ম্যাচ।
গত আসরের রানার্সআপ দল বরুশিয়া ডর্টমুন্ড খেলবে বার্সেলোনার বিপক্ষে। এদিকে আরেক জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ ইন্টার মিলান। বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ খেলবে ইংলিশ ক্লাব আর্সেনালের বিপক্ষে। আরেক লড়াইয়ে অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে পিএসজি।
বায়ার্ন ও ইন্টার এবং আর্সেনাল ও রিয়াল মাদ্রিদের ম্যাচ নিয়ে আছে বাড়তি উন্মাদনা। ২০০৯-১০ আসরের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছিল ইন্টার ও বায়ার্ন। সেবার বায়ার্নকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জেতে ইন্টারপুরাতন ইতিহাস আছে রিয়াল এবং আর্সেনাল ফিক্সচারেও। ২০০৫-০৬ মৌসুমে শেষ ষোলো থেকে রিয়ালকে বিদায় করেছিলো গানাররা। বার্সেলোনা এবং বুরুশিয়া ডর্টমুন্ড ম্যাচটাও বার্সেলোনাকে কিছুটা ফেভারিট মানছেন অনেকেই। আরেক ফিক্সচারে পিএসজির বিপক্ষে খেলবে অ্যাস্টন ভিলা।
শেষ আটের প্রথম লেগ হবে ৮ ও ৯ এপ্রিল, ১৫ ও ১৬ এপ্রিল হবে ফিরতি লেগ।
কোয়ার্টার ফাইনালের লাইনআপ
বার্সেলোনা-বরুশিয়া ডর্টমুন্ড
বায়ার্ন মিউনিখ-ইন্টার মিলান
পিএসজি-অ্যাস্টন ভিলা
আর্সেনাল-রিয়াল মাদ্রিদ