ছাত্রদল নেতার অফিস ভাঙচুর, স্বেচ্ছাসেবক দলের নেতার অব্যাহতি

প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৫

রাজবাড়ী প্রতিনিধি:

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাব্বির হোসেনকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।শনিবার (১২ এপ্রিল) রাতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের দলীয় প্যাডে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে স্বেচ্ছাসেবক দল রাজবাড়ী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. সাব্বির হোসেনকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এই সিদ্ধান্ত অনুমোদন করেন। প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-দপ্তর সম্পাদক মো. ওসমান গনি।

রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাব্বির হোসেনকে দল থেকে অব্যহতি দিয়েছে কেন্দ্রীয় কমিটি। কেন্দ্রের অব্যাহতি পত্রের চিঠিটি আমি পেয়েছি।
উল্লেখ্য, গত ৪ এপ্রিল রাতে রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাব্বির হোসেনের নেতৃত্বে কয়েকজন শহরের আজাদী ময়দানে অবস্থিত জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের রাজনৈতিক অফিস ভাঙচুর করেন। এ সংক্রান্ত একটি সিসি টিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। গত ১৭ মার্চ রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেই কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল। ওই কমিটিতে ৫নং যুগ্ম আহ্বায়ক ছিলেন সাব্বির হোসেন।