ছাত্রদল নেতার বিরুদ্ধে সিনিয়র শিক্ষার্থীকে লাঞ্ছিত করার অভিযোগ

প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৫

বন্যা আক্তার:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ তাজউদ্দীন আহমেদ হলের লিফটে সিগারেট খেতে নিষেধ করায় এক শিক্ষার্থীকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ওই নেতা। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে হলের ৪নং লিফটে এ ঘটনা ঘটে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) এ ঘটনার বিচার চেয়ে শহীদ তাজউদ্দিন আহমেদ হলের প্রাধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী।

অভিযুক্ত শিক্ষার্থী পারভেজ মোশাররফ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও মাইক্রোবায়োলজি বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী। অন্যদিকে ভুক্তভোগী শিক্ষার্থী নাইমুর রহমান দূর্জয় লোক প্রশাসন বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী।

নাইমুর রহমান অভিযোগ করে বলেন, আমার ভর্তিচ্ছু এক আত্মীয়কে বিদায় দিয়ে রুমে ফিরছিলাম। তাজউদ্দীন হলের ৪ নম্বর লিফটে ওঠার পর এক শিক্ষার্থী সিগারেট হাতে লিফটে প্রবেশ করে। তাকে জানাই, লিফটে ধূমপান নিষিদ্ধ এবং এটি বিপজ্জনক। এতে সে উত্তেজিত হয়ে ওঠে। পরিচয় জানতে চাইলে নিজেকে মাইক্রোবায়োলজি বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী বলে পরিচয় দেয়। আমি আমার পরিচয় দিলে, সে আরও ক্ষেপে তুইতোকারি শুরু করে, গালিগালাজ করে এবং আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। যাওয়ার সময় সে আমাকে মারার হুমকি দেয়। এতে আমি অনিরাপদ বোধ করছি এবং এর বিচার চাই।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন পারভেজ মোশাররফ। তিনি ঢাকা পোস্টকে বলেন, আমি লিফটের ভেতরে ছিলাম না, লিফটের বাইরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলাম। সিগারেট শেষ হওয়ার অপেক্ষায় ছিলাম। তখন নাইমুর রহমান ভিডিও করতে শুরু করেন। আমি তাকে ভিডিও না করার জন্য বলি এবং ফোন সরিয়ে দিতে গেলে পাশের কয়েকজন এসে আমাদের সরিয়ে দেয়। আমি তাকে মারধর বা হুমকি দেইনি।

এ বিষয়ে শহীদ তাজউদ্দীন আহমেদ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. লুৎফুল এলাহী বলেন, ভুক্তভোগী শিক্ষার্থী আমাকে ফোন করে ঘটনাটি জানিয়েছেন। আমাদের হল অফিস বন্ধ থাকায় আগামীকাল অভিযোগ গ্রহণ করা হবে। লিখিত অভিযোগ পেলে আমরা তদন্ত কমিটি গঠন করব এবং রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।