ছাত্রদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন

প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৪

কুমিল্লা প্রতিনিধি:

সারা দেশে ছাত্রদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের কয়েকটি বিভাগের পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ধর্মপুর এলাকার ডিগ্রি শাখায় এ ঘটনা ঘটে।
a
কলেজের শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার বাংলা বিভাগ স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ইনকোর্স ও নির্বাচনি পরীক্ষা ছিল। এ সময় শিক্ষার্থীরা হলে প্রবেশ করলেও পরীক্ষা শুরুর আগেই হল থেকে বেরিয়ে যান। একই কাজ করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ উদ্ভিদবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। তবে বাংলা বিভাগের কিছু শিক্ষার্থী হলে অবস্থান করলে তাদের পরীক্ষা নেন শিক্ষকরা। কিন্তু উদ্ভিদবিজ্ঞান বিভাগের কোনও শিক্ষার্থী সেখানে ছিলেন না।
দুই বিভাগের কয়েকজন শিক্ষার্থী নাম না প্রকাশ করা শর্তে বলেন, ‘আন্দোলনকারীদের ছবি তোলার সময় ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী তামিম হোসেনকে হলে নিয়ে ছাত্রলীগ ঘৃণ্য হামলা চালিয়েছে। এ ছাড়াও ঢাকা, কুমিল্লা, রাজশাহী, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ শিক্ষার্থীদের ওপর যে ন্যক্কারজনক হামলা করেছে তার প্রতিবাদে আমরা আজ পরীক্ষা বর্জন করেছি। আমরা কোটা সংস্কার আন্দোলনের পক্ষে। আমরা এর সুষ্ঠু সমাধান চাই।’

উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রধান মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ‘শিক্ষার্থীরা হলে আসলেও তারা পরীক্ষায় অংশ নেয়নি। যে কারণে আমরা পরীক্ষা নিতে পারিনি। পরে পরীক্ষার বিষয়ে বিভাগীয় সিদ্ধান্ত নেওয়া হবে।’