ছাত্রদের দিয়ে ট্রাম চালাচ্ছে জার্মানি

প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক 

ইউরোপের বিভিন্ন দেশের মতো জার্মানিতেও বর্তমানে চলছে কর্মচারী সংকট। এর প্রভাবে দেশটিতে পাওয়া যাচ্ছে না যানবাহন চালানোর লোক। সংকট কাটাতে একটি ট্রাম কোম্পানি বাধ্য হয়ে ট্রাম চালক হিসেবে ছাত্রদের নিয়োগ দিচ্ছে। খবর- এএফপি

ন্যুরেমবার্গ শহরের সিটি সার্ভিস ভিএজি প্রতিবছর ১৬০ জন নতুন মেট্রো, ট্রাম এবং বাস চালক নিয়োগ দেয়। কিন্তু তাদের এই লক্ষ্যমাত্রা এ বছর পূরণ হচ্ছিল না। ফলে তারা বিজ্ঞাপন দেয়, ট্রামচালক হিসেবে পার্ট-টাইম চাকরি করতে পারবে ছাত্ররাও।চাকরি পেতে হলে এ ছাত্রদের হতে হবে ২১ বছর বা তার বেশি বয়সী, সাধারণ একটি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, এবং নির্ভরযোগ্য হতে হবে। নিয়োগের পর তাদেরকে ট্রাম চালনার প্রশিক্ষণ দেওয়া হবে।ন্যুরেমবার্গে শুধু নয়, ম্যানহেইম এবং মিউনিখের মত বড় শহরগুলোও এমন উপায়ে ছাত্রদের কাজে লাগানোর চেষ্টা করছে।