ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ২ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৫

গাজীপুর প্রতিনিধি:

 

গাজীপুরের কালিয়াকৈরে শাকিল হোসেন ও মৃদুল আহম্মেদ নামের দুই ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে। শনিবার রাতে পুলিশ উপজেলার মৌচাক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার দুইজন হলেন- কালিয়াকৈরের আটাবহ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও গোসাত্রা এলাকার নিজাম উদ্দিনের ছেলে শাকিল হোসেন (২৭) ও মৌচাক ইউনিয়ন ছাত্রলীগ কর্মী ও উপজেলার উত্তর মৌচাক এলাকার নজরুল ইসলামের ছেলে মৃদুল আহম্মেদ (২০)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট উপজেলার সফিপুর আনসার একাডেমির সামনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত রুবেল হোসেন বাদী হয়ে গ্রেপ্তার দুইজনসহ ১৩০ জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাত আরও ৩০০ ব্যক্তিকে আসামি করে কালিয়াকৈর থানায় একটি মামলা করেন।

ওই মামলার পরিপ্রেক্ষিতে গত শনিবার রাতে উপজেলার মৌচাক এলাকা থেকে আটাবহ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শাকিল হোসেন ও ছাত্রলীগ কর্মী মৃদুল আহম্মেদকে গ্রেপ্তার করা হয়। পুলিশ গ্রেপ্তার আসামিদের রোববার সকালে আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠিয়েছে।

মৌচাক পুলিশ ফাড়ির ইনচার্জ মহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তার দুইজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।