
কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে আরও এক সন্দেহজনক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (৮ মার্চ) বিকেল পৌনে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি চালায় র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল। গ্রেপ্তার রুমান আহমদ (৩১) কিশোরগঞ্জ পৌর শহরের মনিপুরঘাট এলাকার আব্দুল মান্নানের ছেলে।
র্যাব সূত্র জানায়, র্যাবের দলটি কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকায় অভিযান চালিয়ে রুমানকে গ্রেপ্তার করে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা-সংক্রান্ত মামলার তদন্তে পাওয়া সন্দিগ্ধ আসামি তিনি।
র্যাবের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক বলেন, গ্রেপ্তারের পর আসামি রুমান আহমদকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য আমাদের সব অভিযান অব্যাহত রয়েছে