ছাত্র-জনতার ওপর হামলার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৫

নিজেস্ব প্রতিবেদক:

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাজিম উদ্দীন হায়দারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ডাঙারচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নাজিম উদ্দীন হায়দার শেখ হাসিনার দেশত্যাগের পর দীর্ঘদিন আতœগোপনে ছিলেন। তার বিরুদ্ধে গত ৪ আগস্ট নিউ মার্কেট এলাকায় ছাত্র জনতার আন্দোলনে নাশকতার অভিযোগ রয়েছে।

জানা গেছে, গ্রেফতার নাজিম উদ্দিন হায়দার কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। একইসঙ্গে তিনি উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বও পালন করছিলেন। তিনি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অনুসারী হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, ছাত্র-জনতার অভ্যুত্থানে গতবছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নাজিম আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে ৪ আগস্ট নগরীর নিউমার্কেট মোড়ে ছাত্র-জনতার সমাবেশে হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগে মামলা আছে। হামলায় নেতৃত্ব দেওয়ার ভিডিও ও ছবি রয়েছে পুলিশের হাতে।

কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, ‘নিউমার্কেট মোড়ে হামলায় নাজিম উদ্দিনের নেতৃত্ব দেওয়ার ছবি ও ভিডিও আমাদের কাছে আছে। কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে এ সংক্রান্ত মামলা আছে। আমাদের থানায় তার বিরুদ্ধে কোনো মামলা নেই। তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।’