ছায়ানটে রবীন্দ্র-উৎসব, আজ শেষ দিন

প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ, মে ৯, ২০২৪

মোঃ সাইফুল ইসলামঃ 

রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক চর্চাকেন্দ্র ছায়ানটের দুই দিনের রবীন্দ্র–উৎসব শুরু হয়েছে গতকাল। বুধবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে ছিল প্রথম দিনের আয়োজন। আজ উৎসবের শেষ দিন।

প্রথম দিনের আয়োজনে একক ও সম্মেলক কণ্ঠের গানের সঙ্গে নৃত্য ও আবৃত্তি পরিবেশনায় সেজেছিল বর্ণিল এ উৎসব। সম্মেলক নাচ-গানের মধ্যে দিয়ে গতকাল অনুষ্ঠান শুরু হয়। শিল্পীরা সম্মেলক কণ্ঠে গেয়ে শোনান- কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে, আমার প্রাণের মানুষ আছে প্রাণে, সফল করো হে প্রভু আজি সভা, অসীম কালসাগরে ভুবন ভেসে চলেছে।

একক, দলীয় গানের পাশাপাশি গীতি আলেখ্য ‘তারেই খুঁজে বেড়াই’ পরিবেশন করেন শিল্পীরা। রবীন্দ্রনাথের বাউল পর্যায়ের গান নিয়ে সাজানো হয় গীতিআলেখ্য- তাঁরেই খুঁজে বেড়াই। গানের ফাঁকে রবীন্দ্রনাথের লেখা থেকে পাঠের মধ্য দিয়ে তুলে ধরা হয় বাউলদের নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনা।

অনুষ্ঠানে ছায়ানটের শিল্পী ছাড়াও আমন্ত্রিত শিল্পীদের মধ্যে ইফফাত বিনতে নাজির, আব্দুল ওয়াদুদ, এ টি এম জাহাঙ্গীর, নুসরাত জাহান রুনা, ফারহিন খান জয়িতা, অনিরুদ্ধ সেনগুপ্ত, সুমনা বিশ্বাস, সেমন্তী মঞ্জরী, লিলি ইসলাম প্রমুখ শিল্পীরা রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন।আজ (বৃহস্পতিবার) উৎসবের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু হবে সন্ধ্যা ৭টায়। একক ও সম্মেলক গান দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠান সূচি।